ভারতে স্থল সীমান্তসহ সব বিমানবন্দরে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২০ অগাস্ট ২০২৪

সংক্রামক রোগ এমপক্স বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)  জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করার পর ভারতের সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ভারতের স্থল সীমান্তেও সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে আগে মাঙ্কিপক্স রোগের বিষয়ে ভারতে কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।  খবর ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট

খবরে বলা হয়েছে, এমপক্সের লক্ষণ রয়েছে এমন আন্তর্জাতিক যাত্রীদের সম্পর্কেও কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্রের সভাপতিত্বে উচ্চ-পর্যায়ের বৈঠকের একদিন পরই ভারতে এ সতর্কতা জারি করা  হলো।

মাঙ্কিপক্স রোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে। আফ্রিকার দেশগুলোর বাইরে সুইডেন এবং পাকিস্তানে এমপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গুটিবসন্তের গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক। প্রথমে এটা প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হলেও এখন মানুষ থেকে মানুষেও ছড়ায়।

এদিকে এমপক্সে আক্রান্ত রোগীদের ব্যবস্থাপনা,  আইসোলেশন এবং চিকিৎসার জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদারজং হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতালকে নোডাল কেন্দ্র হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। যদিও ভারতে এখনো এ রোগে সংক্রমণ শনাক্ত হয়নি।

এমপক্সে সংক্রমিতদের প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে- জ্বর, মাথাব্যথা, ফোলা, পিঠে এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সেটা মুখ থেকে শুরু হয়ে হাতের তালু এবং পায়ের তলদেশসহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। সংক্রমণের ১৪ থেকে ২১ দিনের মধ্যে নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে এটা। তবে ছোট শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক।

বিডি২৪অনলাইন/আই/এমকে

 


মন্তব্য
জেলার খবর