উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল বুধবার জরুরী বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্তর্বর্তীসরকার দায়িত্ব নেওয়ার পরে এটাই হবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিসিবের প্রথম বোর্ড সভা।
৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এক ধরণের অস্থির সময় পার করছে ক্রিকেট বোর্ড। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্যান্য অনেক বোর্ড পরিচালকের হদিস নেই। বোর্ড সভাপতির পরিবর্তন নিয়ে আলোচনা, গুঞ্জন চলছে। পাপন নিজেও এতোদিন ধরে রাখা সভাপতির চেয়ার ছাড়তে রাজি বলে জানা গেছে। এ অবস্থায় ডাকা হয়েছে এ সভা।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভা হওয়ার জন্য কমপক্ষে ৯ পরিচালকের উপস্থিতি আবশ্যক। আর বোর্ড সভা ডাকবেন সভাপতি। তবে সরকার পতনের পর চলমান অবস্থায় বিসিবির কার্যক্রমে নেই সভাপতি পাপন। গুঞ্জন আছে নতুন একজন সভাপতি নিয়োগ হচ্ছে বিসিবিতে। তাই আগামীকালের বোর্ড সভায় বড় সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/এস/এমকে