পঞ্চগড়ে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ১১ আ.লীগ নেতার নামে মামলা

পঞ্চগড় প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৪

পঞ্চগড়ে সদ্য অপসারন হওয়া  উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ প্রধান, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ ১১ নেতার নামে মামলা হয়েছে। যুবদল নেতার উপর হামলার ঘটনায় সোমবার (১৯ আগস্ট) সদর থানায় মামলাটি করেন পঞ্চগড় পৌর যুবদলের সদস্য সচিব নুর ইসলাম দিপু।

মামলার অন্য আসামীরা হলেন- পঞ্চগড় পৌর কাউন্সিলর পৌর যুবলীগের সভাপতি হাসনাত মো. হামিদুর রহমান, জেলা .লীগের সহসভাপতি আবু তোয়াবুর রহমান, জেলা .লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা .লীগের সভাপতি আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি আবু হাসান নোমান, পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, .লীগ নেতা সাইফুল ইসলাম তপন এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর।

মামলায় উল্লেখ করা হয়েছে- গত ১৯ জুলাই বিকালে পঞ্চগড় চৌড়ঙ্গী মোড়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জাকিয়া খাতুনের নির্দেশে যুবদল নেতা নুর ইসলাম দিপুর ওপর হামলা করেন অন্য অভিযুক্তরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর