মন্তব্য
নীলফামারীতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অনিবন্ধিত ও ভুয়া নার্স নিমুর্লে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী নার্স সোসাইটির শিক্ষার্থীরা। এজন্য বিক্ষোভ মিছিল ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
মঙ্গলবার (২০ আগস্ট) সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে শহরের চৌরঙ্গি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অভিযান চালানোর দাবির পাশাপাশি নার্সদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, সরকারি হাসপাতালের মতো শিফটওয়ারী ডিউটির দাবি উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে।
বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম আপেল/সি/এমকে