মন্তব্য
দেশের বাজারে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। এতে আগের তুলনায় দাম বেড়েছে। উৎকৃষ্ট মানের ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়িযেছে ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা।
মঙ্গলবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বুধবার (২১ আগস্ট) থেকে কার্যকর হবে। এর আগে রোববার সোনার দাম বাড়ানো হয়েছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার অন্যান্য ক্যারেটের মধ্যে ভরি প্রতি ২১ ক্যারেটের দাম ১ লাখ ১৮ হাজার ৮৩২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১ হাজার ৮৬১ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে