দুই টেস্টের প্রথমটায় মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
২১ অগাস্ট ২০২৪

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে প্রথম টেস্টে বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে মাঠে নামছে টাইগাররা।

এর আগে ২০২১ সালের শেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সে হিসাবে আড়াই বছরেরও বেশি সময় পর ফের মুখোমুখি হচ্ছে এ দুই দল।

দুই দলের লড়াইয়ে জয়ের সব পরিসংখ্যানই প্রায় পাকিস্তানের পক্ষে। পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ পাকিস্তান। এর মধ্যে ১টি ম্যাচে ড্র করতে পারলেও বাকি ১২টি ম্যাচেই হারতে হয়েছে টাইগারদের। সর্বশেষ ঘরের মাঠেও দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

এদিকে বুধবার শুরু হওয়া সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। আর তেমন প্রত্যাশার কথা মঙ্গলবার জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর