মন্তব্য
কারণ স্পষ্ট করে জানা না গেলেও ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পিছিয়ে গেছে। সিনেমা দুটির একটি হচ্ছে,‘বরবাদ’ অপরটি ‘শের’।
সংশ্লিষ্ট সূত্রের খবর ‘বরবাদ’ পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে টলিউড অভিনেত্রী ইধিকা পালের। সিনেমাটির শুটিং হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে। তবে সঙ্গত কারণে তার শুটিং পিছিয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র।
এদিকে ‘শের’ নামে সিনেমাটি নির্মিত হবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। আগামী ডিসেম্বরে এর শুটিং শুরুর কথা থাকলেও সেটা পিছিয়ে আগামী বছর শুটিংয়ের পরিকল্পনা করেছেন নির্মাণ সংশ্লিষ্টরা।
বিডি২৪অনলাইন/ই/এমকে