ভিসি নিয়োগে সবার কাছে গ্রহণযোগ্য শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২১ অগাস্ট ২০২৪

শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করায় দেশের ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ শূন্য। ভিসি নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব এবং প্রশাসনিক দক্ষতার দিক থেকে সবার কাছে গ্রহণযোগ্য এমন শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। যত দ্রুত সম্ভব, বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ দেওয়া হবে। 

তালিকা তৈরি ও দ্রুত ভিসি নিয়োগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (২০ আগস্ট) সচিবালয়ে তার দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তিনি।

ভিসি নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যে দল ক্ষমতায় থাকে, তাদের শিক্ষকদের একটা সংগঠন থাকে। আগে সেখান থেকে টেনে একজনকে ভিসি বানিয়ে দেওয়া হতো। কিন্তু এখন সেই সুযোগ পাচ্ছি না। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষককে আমরা চিনি, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব এবং প্রশাসনিক দক্ষতার দিক থেকে যারা সবা কাছে গ্রহণযোগ্য- রকম শিক্ষকদের তালিকা তৈরি করছি।

শিক্ষাঙ্গনে নানা রকম বিশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, যত ধরনের অন্যায় আছে আমরা সেগুলো চিহ্নিত করব। এখন  প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে শুরু করা হয়েছে।  বিশৃঙ্খলা করা যাবে না। রাতারাতি সবকিছু পরিবর্তন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর