গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের অগণিত মানুষকে হত্যা ও গুম করেছে। অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। দেশের সব হত্যাকান্ড ভারতের পরিকল্পনা ও শেখ হাসিনা সরকারের নির্দেশে হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাজধানী ঢাকায় প্রেসক্লাবের সামনে এক গণ-সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
মাওলানা আব্দুল হালিম বলেন, শুধু রাজনৈতিক দলের নেতার্কমীদের হত্যাই নয়, গত পনেরো বছরে দেশের মানুষ ঘরে-বাহিরে শান্তিতে ঘুমাতে পারেনি। জনগণের দাবি এখন শেখ হাসিনার বিচার করা।
শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারকাজ সম্পন্ন করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এ নেতা। সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে