সব হত্যা ভারতের পরিকল্পনায় হয়েছে: জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক
২১ অগাস্ট ২০২৪

গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের অগণিত মানুষকে হত্যা গুম করেছে। অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। দেশের সব হত্যাকান্ড ভারতের পরিকল্পনা শেখ হাসিনা সরকারের নির্দেশে হয়েছে।

 বুধবার (২১ আগস্ট) রাজধানী ঢাকায় প্রেসক্লাবের সামনে এক গণ-সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

মাওলানা আব্দুল হালিম বলেন, শুধু রাজনৈতিক দলের নেতার্কমীদের হত্যাই নয়, গত পনেরো বছরে দেশের মানুষ ঘরে-বাহিরে শান্তিতে ঘুমাতে পারেনি। জনগণের দাবি এখন শেখ হাসিনার বিচার করা।

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারকাজ সম্পন্ন করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এ নেতা। সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর