নবম শ্রেণিতে থাকবে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ

নিজস্ব প্রতিবেদক
২১ অগাস্ট ২০২৪

নতুন কারিকুলামে নবম শ্রেণিতে বিভাগ বাতিল করা হলেও সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগের মতোই এ শ্রেণীতে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থাকবে। বিভাগ থাকার বিষয়টি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (২১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, নবম শ্রেণি থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক, বিজ্ঞান বাণিজ্য বিভাগ আলাদা থাকবে। আর নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে।

শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, যতটুকু সময় পাওয়া যায়, আমরা  শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নেব। একটা অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলেও এ সময় জানান শিক্ষা উপদেষ্টা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর