মন্তব্য
দেশের সব জেলা, বিভাগ, উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সেখানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২১ আগষ্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ক্রীড়া সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠু, সক্রিয়, সচল ও নির্বিঘ্ন রাখতে প্রচলিত আইন অনুযায়ী সরকারের উপর অর্পিত ক্ষমতাবলে বিভাগীয়, জেলা এবং উপজেলা (পুরুষ ও নারী) ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি নির্দেশক্রমে ভেঙে দেওয়া হয়েছে। একই সাথে স্থানীয় সর্বজন শ্রদ্ধেয় ক্রীড়ানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে স্ব স্ব ক্ষেত্রে এ্যাডহক কমিটি গঠন করে তার অনুমোদনের নিমিত্তে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানোর জন্যও বলা হয়েছে চিঠিতে।
বিডি২৪অনলাইন/এস/এমকে