দুই সন্তানের জনককে কুপিয়ে হত্যা

শেরপুর প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৪

শেরপুরে সাজ্জাদ হোসেন (২৮) নামে দুই সন্তানের জনককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে তিন জন। বুধবার (২১ আগস্ট) রাত ১০ দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া নামাপাড়া গ্রামে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন  দেশীয় অস্ত্র নিয়ে সাজ্জাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে এলে সাজ্জাদকে কুপিয়ে খুন করা হয়। তাদের হামলায় সাজ্জাদের মামা মুক্তার আলী,তাঁর ছেলে মামুন শামীম আহত হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/রাকিবুল আউয়াল পাপুল/সি/এমকে


মন্তব্য
জেলার খবর