পঞ্চগড়ে নিখোঁজ দুই ব্যক্তির পরিবারের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৪

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির পরিবার তাদের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়।

নিখোঁজ দু’জন হলেন- পঞ্চগড় পৌর এলাকার দর্জিপাড়ার মনুমিয়ার ছেলে আলামিন  এবং একই এলাকার মৃত আকিমুল ইসলামের ছেলে জিসান।

ভুক্তভোগীরা জানান, আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আলামিন, এবং ১৯ আগস্ট বাড়ি থেকে জিসান নিখোঁজ হয়। আলামিন নিখোঁজ হওয়ায় এক সন্তানকে নিয়ে  তার স্ত্রী মানবেতর জীবনযাপন করছে। নিখোঁজের ১৭ দিনেও খোঁজ মিলেনি তার। জিসান বাক প্রতিবন্ধি বলেও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন- মাহাফুজুর রহমান, ফয়সাল ফাহিম,নুরুজ্জামান,জামিরুল ইসলাম প্রমূখ। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আলামিন এবং জিসানকে খুঁজে না পাওয়ায় আমরা একটা আতঙ্কের মধ্যে রয়েছি। তাদের দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার এবং প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর