জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
২২ অগাস্ট ২০২৪

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী . মুহাম্মদ ইউনূস যোগ দেবেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি জানান জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। গোয়েন লুইস আরও বলেন, বৈঠকে আমরা তথ্য-উপাত্ত এবং এসডিজি পরিসংখ্যান নিয়ে কথা বলেছি। সরকারের নতুন অগ্রাধিকারগুলোর বিষয়ে আমাদের কাছে যে সহায়তা চাওয়া হয়েছে, সেটা নিয়ে  আলোচনা হয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর