সাতক্ষীরায় আমেরিকান পিস্তল, তিন রাউন্ড গুলি ও প্রায় দুই কেজি রুপাসহ তরিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।
তরিকুল ইসলাম কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিন ভাদিয়ালী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। সে একজন চোরাকারবারী বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরার বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক জানান, ভারত থেকে অস্ত্র ও রুপার একটি চালান দেশে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা সীমান্তে বিজিবির একটি টিম অভিযান চালায়।
সেখানে তরিকুল ইসলাম নামের একজনকে আমেরিকান পিস্তল (কপি), তিন রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ১ কেজি ৯৯৫ গ্রাম রুপাসহ আটক করা হয়। তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে