দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দ্বিতীয় দিনের ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে নগদ সংগ্রহ হয়েছে ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা। শুক্রবার রাত ৮টা পর্যন্ত এ সংগ্রহ হয়েছে। দ্বিতীয় দিন শেষে অনলাইন-অফলাইনের মোট সংগ্রহ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি চলছে। শুক্রবার (২৩ আগস্ট) রাত ৯টার পরে তহবিল সংগ্রহের তথ্য ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাত ১০টা পর্যন্ত এ ত্রাণ সামগ্রী সংগ্রহ চলমান থাকবে বলে জানানো হয়।
ফেসবুক পোস্টে সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন বলেন, গণত্রাণ সংগ্রহ কর্মসূচি থেকে রাত ৮টা পর্যন্ত ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা নগদ সংগ্রহ হয়েছে। শেষ এক ঘণ্টায় সংগ্রহ হয়েছে ১৫ লাখ টাকা।
এদিকে টিএসসিতে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে মানুষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। অনেকে তাদের ব্যক্তিগত প্রাইভেটকারে করে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে এসেছেন। বিজিবির একটি কাভার্ডভ্যান ভর্তি ত্রাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়ার পাশাপাশি অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নম্বরগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।
মোবাইল ব্যাংকিং :
বিকাশ ও নগদ : ০১৮৮৬৯৬৯৮৫৯
রকেট : ০১৮৮৬৯৬৯৮৫৯৭
মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে