বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: স্পিকার

২৭ মার্চ ২০২১

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
জাতীয় সংদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের এমপি ড. শিরিন শারমিন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ ও সূর্য সন্তান। তাদের কারনে আমরা বাংলাদেশ নামক একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তারা দেশ ও জাতির প্রয়োজনে নিজের পরিবারের প্রিয় মানুষগুলোকে রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের কারনেই আজ আমরা বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছি। শনিবার (২৬ মার্চ) রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় এসব কথা বলেন।

পীরগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি নুরুল আমিন রাজার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোধা রাণী রায়, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, আবু নাসের চৌধুরী, শিপন হাসদা, আফজাল হোসেন, মোজাফ্ফর হোসেন প্রমুখ।

সভায় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র , বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আ’লীগের নেতারাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

এমএম/এমকে

 


মন্তব্য
জেলার খবর