মন্তব্য
একটি সিনেমার শুটিংয়ের জন্য ভারত যাচ্ছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান। পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে শাকিবের জুটি করে এ সিনেমা নির্মাণ করছেন মেহেদী হাসান হৃদয়। ২৫ সেপ্টেম্বর থেকে মুম্বাইতে টানা এক মাস হবে শুটিং। এমন খবর জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
জানা গেছে গত বছরেই এ সিনেমা নিয়ে নির্মাতা ও শিল্পীদের মধ্যে আলোচনা হয়। সম্প্রতি চূড়ান্ত হয়েছে শুটিংরে তারিখ। এ মুহূর্তে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।
এর আগে শাকিবকে সর্বশেষ দেখা গেছে ‘তুফান’ সিনেমায়। দেশে ছবিটি চলাকালেই তিনি যুক্তরাষ্ট্রে চলে যান বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে