বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিদ্যুৎ চালু প্রসঙ্গে বলেছেন, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের লাইন চালু করা হবে।
শনিবার (২৪ আগস্ট) মানিকগঞ্জের পাটুরিয়ায় ৩৫ মেগাওয়াটের স্পেক্টা সোলার পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি। বন্যা কবলিত এলাকায় ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিগত সময়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানিখাতে ব্যাপক অনিয়ম হয়েছে জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ২০১০ সালে আইনের মাধ্যমে কোনো প্রতিযোগিতা ছাড়াই প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রকল্প দেওয়া হয়েছে খাতিরের লোকদের, ইচ্ছেমতো দাম বাড়ানো হতো। উদ্দেশ্য ছিল অনিয়মের মাধ্যমে বেশি দামে বিদ্যুৎ কিনে গ্রাহকের কাছে নানা অজুহাতে বেশি দামে বিক্রি করা।
বিডি২৪অনলাইন/এন/এমকে