ফেনীসহ ৫ জেলার নিম্নাঞ্চলে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক
২৪ অগাস্ট ২০২৪

বন্যা আক্রান্ত ১২ জেলার মধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। শুক্রবার থেকে উন্নতি শুরু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতি উন্নতি সংক্রান্ত তথ্য জানায় পরিবেশ, বন জলবায়ু মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি উজানের নদ-নদীর পানি সমতল হ্রাস অব্যাহত আছে।

এদিকে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বরং এ সময় মৌলভীবাজার হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে। এসব জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। গঙ্গা-পদ্মা, তিস্তা-ধরলা-দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে। এ পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। এ ধারা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর