শচীনের শরীরে করোনা শনাক্ত

২৭ মার্চ ২০২১

ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার এক টুইট বার্তায় শচীন নিজেই বিষয়টি জানিয়েছেন।

 

এত শচীন লিখেছেন, ‘কোভিডকে দূরে রাখার জন্য আমি নিয়মিত কোভিড পরীক্ষা করাচ্ছিলাম। সবরকমের সতর্কতা মেনে চলেছি। কিন্তু আজ আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সামান্য উপসর্গও রয়েছে। তবে বাড়ির অন্যরা করোনামুক্ত আছেন। তাদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসছে। করোনা পজেটিভ হওয়ার কারণে আমি এখন থেকে হোম কোয়ারেন্টাইনে থাকবো। চিকিৎসকের সমস্ত পরামর্শ মেনে চলব।’

 

সম্প্রতি শেষ হয়েছে রোড সেফটি সিরিজ। সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ এতে অংশ নেয়। অংশ নিয়েছিলেন শচীন। সেখান থেকে করোনা সংক্রমণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

 

আরআই


মন্তব্য
জেলার খবর