দেশের বিদ্যুৎ খাতে বছরে ৪২ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বলেছেন, এখন থেকে কম দামে বিদ্যুৎ কেনার ব্যবস্থা করা হবে। তাহলে বিদ্যুতের দাম ভবিষ্যতে কমে যাবে।
শনিবার (২৪ আগস্ট) মানিকগঞ্জের পাটুরিয়ায় ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, আমদানি নির্ভর জ্বালানিভিত্তিক প্রকল্পের পরিবর্তে এখন নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে। এ সরকার জন প্রত্যাশা পূরণে কাজ করবে।
বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে বলে জানান উপদেষ্টা। বলেন, আগে সরকার কোনো প্রতিযোগিতা ছাড়া প্রকল্প নিয়ে ছিল। কোনো যাচাই না করেই বেশি মূল্যে প্রকল্প নেওয়া হয়েছে। এখন বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারকে খুব শক্তিশালী উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, এ সরকার বানের জলে ভেসে আসা সরকার নয়। বহু ছাত্র জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত এ সরকার। গত ১৬ বছরের অনিয়ম দুর্নীতি ১৬ দিনেই অপসারণ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, আমরা সব সেক্টরের বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করব।
বিডি২৪অনলাইন/এন/এমকে