সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দেওয়া এবং দেশে ফেরত আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
সাকিব এখন পাকিস্তানে অবস্থান করছেন। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাট টেস্ট সিরিজের ফলে প্রথম ম্যাচে খেলছেন তিনি। আর ম্যাচ চলাকালে কোন সিদ্ধান্ত নিতে চাচ্ছে না বিসিবি।
শনিবার বিসিবির জরুরি সভায় সাকিবের বিষয়ে দেওয়া নোটিশ নিয়ে কথা বলেছেন বোর্ড পরিচালকরা। বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করিনি। কালকের (রোববার) ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না। সাকিবের এখন খেলতে বাধা নেই।
লিগ্যাল নোটিশটি এখনো বিসিবি পায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, সাকিবের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। এরপর তদন্ত হবে। তার বিরুদ্ধে চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। বিসিবির সঙ্গে তার সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ি- যোগ করেন বিসিবি সভাপতি।
বিডি২৪অনলাইন/এস/এমকে