শেরপুরের শ্রীবরদীতে মসজিদের চাঁদা না দেওয়ায় হামলায় লিটন মিয়া (৫০) নামে শ্রমিক দলের এক নেতা নিহত এবং শিক্ষকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার (২৪ আগস্ট) রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামে। ঘটনার পর গা ঢাকা দিয়েছে হামলাকারীরা।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে মালাকোচা গ্রামের আলতাফ হোসেন মসজিদের জন্য চাঁদা চাইতে যায়। এ সময় তার প্রতিবেশি প্রাইমারী স্কুলের শিক্ষক শরিফুল ইসলামের সাথে চাঁদা কম দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরের দিন শরিফুল ইসলাম ও তার ভাই লিটন মিয়া বাড়ি সংলগ্ন রাস্তার মোড়ে দোকানে চা খেতে যায়। এ সময় আলতাফ হোসেন শিরাসহ তার লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় লিটন মিয়া, শফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়, অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে চিকিৎসাধীন লিটনের মৃত্যু হয়।
এদিকে লিটনের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে তার স্বজনরা। রাতেই হামলাকারীদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
বিডি২৪অনলাইন/রাকিবুল আউয়াল পাপুল/সি/এমকে