বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৫ অগাস্ট ২০২৪

দেশে কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা . সালেহউদ্দিন আহমেদ। আর পাচারকৃত টাকা প্রসঙ্গে বলেছেন,  বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে।

রোববার (২৫ আগস্ট) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

দিন দিন ঋণের বোঝা বাড়ছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন,  উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বেছে বেছে ঋণ নেওয়া হবে। যুক্তরাষ্ট্র জাতিসংঘ আমাদের অনুদান দেবে, এগুলো নেওয়া হবে। এক বছর থেকে পাঁচ বছর, এসব প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়া হবে। ঋণের টাকা সব সাধারণ মানুষের টেকসই উন্নয়নে কাজে লাগানো হবে বলেও জানান তিনি।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আমাদের অর্থনৈতিক, সমতাভিত্তিক উন্নয়নে পাশে থাকবে তারা। তাদের সাজেশন শুনলাম। সমতা বৃদ্ধি টেকসই উন্নয়ন করব।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর