যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৫ অগাস্ট ২০২৪

পুলিশে দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে। পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে।

রোববার (২৫ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পুলিশের ঊর্ধ্বতন  কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানেই এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাদের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পুলিশের শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন,  শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বৈঠকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর