দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় এখন পর্যন্ত ১০ লাখ ৪৭ হাজার ২৯টি পরিবার পানিবন্দি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫২ লাখ ৯ হাজার ৭৯৮ জন মানুষ। আর বন্যায় মারা গেছে ১৮ জন।
রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। তিনি বলেন, মারা যাওয়া লোকদের মধ্যে কুমিল্লা-৪, ফেনী- ১, চট্টগ্রাম-৫, নোয়াখালী-৩, ব্রাহ্মণবাড়িয়া-১, লক্ষ্মীপুর-১ ও কক্সবাজার ৩ জন রয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলায় ২ জন নিখোঁজ রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য ৩ হাজার ৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে মোট ৪ লাখ ১৫ হাজার ২৭৩ জন লোক অবস্থান নিয়েছে। পাশাপাশি ২২ হাজার ২৯৮টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ৭৪৮টি মেডিকেল টিম চালু রয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে