ভাঙচুর ঠেকাতে ও নিরাপত্তা বৃদ্ধির জন্য মেট্রোরেলকে জরুরি সেবা (কেপিআই) হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার।
রোববার (২৫ আগস্ট) মেট্রোরেলের সচিবালয় স্টেশনে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমরা মেট্রোরেলকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছি। যাতে কেউ এভাবে সার্ভিসটাকে ব্যাহত করতে না পারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মেট্রোরেল ভাঙচুর বা ক্ষতিগ্রস্তের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে সড়ক উপদেষ্টা বলেন, যারা দেশকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, তাদের পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব নয়। এটা দুষ্কৃতকারীদের কাজ। আপনাদের (সাংবাদিক) কাছে তাদের ভিডিও ফুটেজ আছে, এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে এখন দাবি দাওয়ার মৌসুম চলছে মন্তব্য করে সড়ক উপদেষ্টা বলেন, সবাই চায় বৈষম্য দূর হবে, বঞ্চনা থেকে তারা মুক্তি পাবেন। ১৬ বছরের বঞ্চনা, এ সরকারের বয়স ১৬ দিন হয়েছে; অনন্ত ১৬ মাস সময় দিন। আস্তে আস্তে সবই বিবেচনা করা হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে