লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত হামলার পর ইসরায়েলে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা চলাকালে বেসামরিক নাগরিকদের জন্য নির্ধারিত এলাকায় চলাফেরা না করা, জনসমাগম সীমিত করা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে দেশটির সেনাবাহিনী
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জরুরি অবস্থা জারি করেছেন, যেটা রোববার স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট।
এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, গতমাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার বদলা নিতে ইসরায়েলে হামলা শুরু করেছে তারা। ইসরায়েলি সীমান্ত লক্ষ্য করে ইতোমধ্যে কমপক্ষে ৭০টি রকেট ছোঁড়া হয়েছে।
লেবানিজ গণমাধ্যম আল মায়াদিন টিভি জানিয়েছে, ২০ মিনিটের বেশি সময় ধরে হামলা চালানো হয়েছে। এর মধ্যে পাল্টা হামলা চালিয়েছে তেলআবিবও। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি অভিযান চলছে বলেও জানা গেছে। আল এরাবিয়া তাদের খবরে বলছে, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
ওদিকে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। আর তেল আবিব থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তাজনিতে কারণে বেন গুরিয়ান বিমাবন্দরে ফ্লাইট পরিচালনাতে দেরি হচ্ছে। এছাড়া কয়েক ঘণ্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে।
বিডি২৪অনলাইন/আই/এমকে