মন্তব্য
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। আর এ ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছেন অভিজ্ঞ টাইগার ব্যাটার মুশফিকুর রহীম। এই সেরা হওয়ার প্রাইজমানির অর্থ দেশে বন্যার্তদের সহায়তা হিসেবে দিয়েছেন মুশফিক।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে ১৯১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মুশফিক। জয়ের পর মুশফিক বলেন, প্রাইজমানি নিয়ে দলের কাছে অনুরোধ করতে চাই- বন্যা দুর্গত মানুষের জন্য শুধু দান করতে চাই। বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে তিনি দেশের সবাইর প্রতি আহ্বান জানান এ সময়।
বিডি২৪অনলাইন/এস/এমকে