রেকর্ডিং গানের পারিশ্রমিক পুরোটাই বন্যার্তদের দিলেন সালমা

নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৪

ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশের ১১ জেলায়। এসব জেলায় ৫০ লাখের বেশি মানুষ মানবিক সংকটে পড়েছেন। বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসছেন নানা শ্রেণী ও পেশার মানুষ। সেই মিছিলে যোগ দিয়েছেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ফেসবুকে তার আইডি থেকে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন  তিনি।

ফেসবুক স্ট্যাটাসে সালমা লেখেন, ‘আমার রেকর্ডিং করা গানের পারিশ্রমিক পুরোটাই আমি বন্যার্তদের সাহায্যার্থে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এই খারাপ পরিস্থিতি চলাকালীন যতগুলো কাজ করব, সবগুলোর পারিশ্রমিক যুক্ত হবে বিপদগ্রস্ত মানুষদের কল্যাণ তহবিলে।

উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ভারী বৃষ্টির কারণে এসব জেলায় বন্যা হয়েছে। বন্যায়  পানিবন্দি হয়ে পড়েছেন ১০ লাখ ৪৭ হাজার ২৯ পরিবার।  রোববার এক সংবাদ সম্মেলনে তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিব কামরুল হাসান।

২০০৬ সালেক্লোজআপ ওয়ানপ্রতিযোগিতার মাধ্যমে সংগীত জগতে পরিচিতি পান সালমা। তিনি লালনসংগীত পরিবেশন করে আলোচনায় আসেন।

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর