ঢাকার সচিবালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে তিন মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন থানায় এসব মামলা সব মিলে প্রায় ১০ হাজার অজ্ঞাত আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাকরি স্থায়ীকরণের দাবিতে রোববার আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে ও সেখানকার কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সচিবালয়ে গেলে আন্দোলনকারীরা তাদের আটকে রাখে। এখবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ে চলে আসে। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া ঘটে। আনসারদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়, পরে তাদের হাতে সেনাবাহিনীর ৫ সদস্য আহত হয়।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে হওয়া মামলা মামলায় এজাহানামীয় আসামি ২০৮ জন ও অজ্ঞাত আসামি করা হয়েছে তিন হাজার আনসার সদস্যকে। শাহবাগ থানায় ১৮৯ জন আনসার সদস্য গ্রেপ্তার আছেন।
পল্টন থানায় আরেক মামলায় এজাহারনামীয় আসামি ১১৪ জন আনসার সদস্য। এছাড়া মামলায় চার হাজার আনসার সদস্যকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ থানায় ৯৫ জন আনসার সদস্য গ্রেপ্তার হয়েছে।
অপর থানা রমনায় হওয়া মামলায় এজাহারনামীয় আসামি ৯৮ জন ও অজ্ঞাত আসামি তিন হাজার আনসার সদস্য। এখন পর্যন্ত ৮৫ জন আনসার সদস্য গ্রেপ্তার হয়েছেন।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.সারোয়ার জাহান বলেন, মামলায় তাদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে