প্রাথমিকে তালিকা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৪

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যন্ত মোট কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে কর্মরত আছেন, তার তালিকা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি চিঠিতে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়।

 

চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে চাকরি করছেন, তার তথ্য  সংযুক্ত পত্রের ছক মোতাবেক উল্লেখ করে ২৮ আগস্ট দুপুর ১২টার মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর