নাগরিকদের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার

নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৪

দেশে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না, আমরা সবাই সমান নাগরিক বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেছেন,  আমাদের দেশ একটি বৃহৎ পরিবার, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষার দায়িত্ব  সরকারের। দেশের প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার।

 

সোমবার (২৬ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মোৎসব (জন্মাষ্টমী) উপলক্ষ্যে এ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

. ইউনূস বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই- যেখানে প্রত্যেকে নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারবে।কোনো মন্দির পাহারা দিতে হবে না। আমাদের কাজ প্রত্যেক নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর