ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রাহেম স্মিথকে টপকে গেলেন। শুক্রবার ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে রানের হিসাবে স্মিথকে পেছনে ফেলেন কোহলি।
মহারাষ্ট্রে ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে পঞ্চম সর্বাধিক রানের মালিক হলেন বিরাট। ৬৬ রান করার পথে স্মিথের ৫৪১৬ রান টপকে যান কোহলি। শুধু তাই নয়, স্মিথের থেকে ৫৬টি ওয়ানডে ম্যাচ কম খেলে এই নজির গড়েন কোহলি। স্মিথ করেছিলেন এই রান ১৫০ ম্যাচে। কিন্তু ক্যাপ্টেন হিসেবে কোহলি করলেন মাত্র ৯৪ ম্যাচে। এদিন ইনিংসের ২৪তম ওভারে মাইলস্টোনে পৌঁছান কোহলি।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেও হাফ-সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাট থেকে। এদিনও হাফ-সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। দারুণ ব্যাটিং করেও সেঞ্চুরি মিস করেন কোহলি।