সময় দিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৬ অগাস্ট ২০২৪

কুমিল্লার বুড়িচং উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি বলেছেন- দুর্যোগ কেটে যাওয়ার পরে সবার চেষ্টায় ঘুরে দাঁড়াব আমরা,পুনর্বাসন করা হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের। তবে জন্য সময় দিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না।

সোমবার (২৬ আগস্ট)  উপজেলার কয়েকটি এলাকা পরিদর্শন শেষে সোনার বাংলা কলেজ মাঠে এসব কথা বলেন। জানান, কয়েকটি এলাকা পরিদর্শন করে মনে হয়েছে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।

বন্যার পর নানামুখী বিশেষ করে কৃষিতে সমস্যা দেখা দেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যার পর উর্বর মাটি পাওয়া যাবে। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা বিকল্প স্থানে আমন ধানের বীজতলা তৈরি করছি, সবজির চারা উৎপাদন করা হচ্ছে।

এবার দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যার্তদের পাশে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছেন উল্লেখ করে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এক মানবিক বাংলাদেশ। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় দুর্গম এলাকায় পৌঁছাতে সবারই সমস্যা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন-পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, বিমানবাহিনী- উদ্ধার কাজ করছে। সেনাবাহিনী সবার সঙ্গে সমন্বয় করছে।  এর আগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর