নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
২৭ অগাস্ট ২০২৪

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরিয়ে এ আসর আয়োজন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। অক্টোবর শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে ২০ অক্টোবর। টুর্নামেন্টের ২৩টি ম্যাচ হবে দুবাই এবং শারজাহর স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা।

 এবারের টুর্নামেন্টে গ্রুপে রাখা হয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপবিতে  রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড।

অক্টোবর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ঢাকার সময় বেলা ৪টায় শুরু হবে ম্যাচ। এদিন পরের ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। গ্রুপ পর্বে পরবর্তী ম্যাচগুলোর মধ্যে বাংলাদেশ ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে।

গ্রুপ পর্বে চারটি  ম্যাচ শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুইটি করে চারটি দল সেমিফাইনাল খেলবে। ১৭ এবং ১৮ আগস্ট মাঠে গড়াবে দুই সেমিফাইনাল।  দুই সেমি এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর