নিজেদের নির্মাণ করা সিনেমা প্রদর্শনের মাধ্যমে ত্রাণ সংগ্রহের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন বেশ কয়েকজন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা। সিনেমা দেখতে নগদ টাকায় টিকিট কাটার প্রচলন থাকলেও এ ক্ষেত্রে সেটা হবে না। সিনেমা দেখিয়ে নগদ টাকা, চাল, ডাল থেকে শুরু করে বন্যার্তদের কাজে লাগবে- এমন যে কোনো জিনিস সংগ্রহ করবেন তারা।
আগামী ৩০ আগস্ট শুক্রবার ‘জীবন সংগ্রামের ছবি’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন নির্মাতারা। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শনী শুরু হবে। ৪ ঘণ্টা ধরে দেখানো হবে মোট ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা, প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে চারটি পর্বে স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো দেখানো হবে। প্রথম পর্বে উদ্বোধনী প্রদর্শনী হিসেবে ‘দ্য সাউন্ড ইজ লাউড’ (৩ মিনিট), ‘হাওয়ার টানে’ (৬.২০ মিনিট), ‘আনটাং’ (১৩.৫০ মিনিট, উদ্বোধনী প্রদর্শনী), ‘ইতি ছালমা’ (৪.২৫ মিনিট), ‘ইউর আইস’ (৮ মিনিট) ও ‘ঘরে ফেরা’ (৩০ মিনিট)।
দ্বিতীয় পর্বে ‘লাইক আ মুভি’ (৫ মিনিট), ‘রোকাইয়া’ (১১ মিনিট), ‘ছাড়পত্র’ (২১ মিনিট), ‘ওমর ফারুকের মা’ (৩১ মিনিট)। তৃতীয় পর্বে ‘আইসিইউ’ (১১ মিনিট), ‘হাওয়াই মিঠাই’ (১৪ মিনিট), ‘বিস্মরণের নদী’ (৩৫ মিনিট) এবং চতুর্থ ও শেষ পর্বে দেখানো হবে ‘কমলাপুরাণ’ (৪৩ মিনিট) এবং ‘সাইরেন’ (২০ মিনিট)।
বিডি২৪অনলাইন/ই/এমকে