টি-টোয়েন্টিতে জয়ের আশা মাহমুদউল্লাহর

২৭ মার্চ ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য হাতে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। একদিন বিরতির পর এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি ‍সিরিজ। এত জয়ের আশা করছেন সংক্ষিপ্ত এ সংস্করণের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ভয়ডরহীন ক্রিকেট খেললে টি-টোয়েন্টিতে জয় সম্ভব।

 

মাহমুদউল্লাহ বলেন, 'টি-টোয়েন্টিতে কোনো ধরনের জড়তা ছাড়া ভয়ডরহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি তাহলে ফল আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা তীব্র আকারে আছে। আমরা এটার (জয়ের) জন্য মুখিয়ে আছি। ইনশাআল্লাহ কাল আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো।' 

 

হ্যামিলটনের সেডন পার্কে বাংলাদেশ সময় রবিবার (২৮ মার্চ) সকাল ৭টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।


মন্তব্য
জেলার খবর