স্বাস্থ্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টেনে তুলতে সময় লাগবে উল্লেখ করে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেছেন, এ দেশে সরকারি কর্মচারীরা কোনো কাজ করে না, ৫ আগস্টের পর সেই দিন চলে গেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। তিনি বলেন, আপনারা (সাংবাদিক) লিখেছেন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এ ২০ দিনে সেই ভাঙা জোড়া লাগানো সম্ভব হয়নি। এটা জটিল বিষয়, একা পারব না আমি। তিনি জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী স্বাস্থ্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। এ পুরো ব্যবস্থা টেনে তুলতে সময় লাগবে, সময় দিতে হবে আমাদের।
সরকার এবং পার্টিকে এক করে না দেখাও আহ্বান জানিয়ে আজাদ বলেন, অনেকের একটা নেগেটিভ ধারণা আছে- আগে যারা ছিল, তারা তো রয়ে গেছে। যারা আছেন তাদের কাছ থেকে রাজনৈতিক কারণে অসহযোগিতা পেলে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষকে বলা হবে- আমার অসুবিধা হচ্ছে। শতভাগ লোক আমাকে অসহযোগিতা করলে আমি এখানে বসার জন্য ফিট না। সবাই রাজনীতি করে কিংবা রাজনীতি করতে বাধ্য হয়েছিল, এটা ঠিক নয়। তাহলে এ ২০ দিন চলতো না বলেও মনে করেন তিনি।
আকমল হোসেন আজাদ বলেন, কোনো কার্যক্রম পুরোপুরি রাজনৈতিক না হয়ে থাকলে সেটা স্থগিত করা হচ্ছে না। আমরা ১০০ দিনের কর্ম-কৌশল নির্ধারণের চেষ্টা করছি, ইতিমধ্যে ২০ দিন চলে গেছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে