কর জিডিপি বাড়াতে হবে : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
২৭ অগাস্ট ২০২৪

 

নিজেদের ব্যবহারের জন্য প্রচুর অর্থ লাগবে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কর জিডিপি অনুপাত আমাদের বাড়াতে হবে। সারাক্ষণ ঋণ নিয়ে চলতে পারবো না।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আদায় করা এনবিআরের কাজ। কিন্তু আদায়টা  ম্যাক্সিমাম নিয়মমাফিক হতে হবে। মানুষের যাতে কষ্ট না হয়, সেটা লক্ষ্য রাখতে হবে।

 

তিনি বলেন, পোর্টে পণ্য দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। বিল অব ল্যাডিং, বিল অব এন্ট্রি এগুলো সময়মতো করতে হবে।  কাগজপত্র না থাকলে চাইতে চাইবে। সরকারের তরফ থেকে কোনো বাঁধা থাকবে না র বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর