দেশে ফিরছেন না সাকিব, কাউন্টি লিগে খেলতে পেয়েছে এনওসি

নিজস্ব প্রতিবেদক
২৮ অগাস্ট ২০২৪

হত্যা মামলার তদন্তের স্বার্থে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে পাঠানো আইনি নোটিশের জবাব দিয়েছে বিসিবি। জবাবে জানিয়ে দেওয়া হয়েছে, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব। আর সাকিবকে ভারত সফরের আগে কাউন্টি লিগে খেলতে দেওয়া হয়েছে এনওসি।

বর্তমান টেস্ট খেলতে পাকিস্তান রয়েছে সাকিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় হওয়া হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে। মামলার পর সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ দেন একজন আইনজীবী। মঙ্গলবার সেই নোটিশের জবাব দেয়বিসিবি।

এদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্টে ম্যাচ উইনিং বোলিং করেছেন সাকিব।  দ্বিতীয় ইনিংসে পেয়েছেন উইকেট। বিসিবি পরিচালক আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেন, সাকিবের পারফরম্যান্স নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোয়ালিটি প্লেয়ার ছাড়া ১৪-১৫ বছর খেলা সম্ভব নয়। ওর পারফরম্যান্স সবসময় ভালো। বাংলাদেশ দলের জন্য খেললে  আমরা অতিরিক্ত সুবিধা পাই।

এদিকে, আপাতত দেশে ফিরতে চাইছেন না সাকিব। পাকিস্তানের সফর শেষে সেখানে থেকে উড়াল দিতে চান ইংল্যান্ডে। সেখানে ইংলিশ কাউন্টিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সাকিবের এমন চাওয়ায় বিসিবিও এনওসি দিয়েছে।

সেপ্টেম্বরে ভারত সফরে টেস্ট খেলার প্রস্তুতি ইংল্যান্ডের কাউন্টিতে খেলে নিতে চান সাকিব। ইংলিশ কাউন্টি খেলতে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ায় সাকিবের আর কোন ঝামেলাও থাকছে না আপাতত।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর