দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তায় বাংলাদেশে বিনিয়োগের জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। তিনি বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কানাডার সমর্থন প্রয়োজন তার সরকারের।
বুধবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস’র সাক্ষাৎ বৈঠকে এ আহ্বান জানান। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে কানাডার হাইকমিশনার।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার অর্থনীতি ঠিক করা উল্লেখ করেপ্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ভেঙে যাওয়া গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকেও পুনরুদ্ধার করছে। শাসনে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনছে।
বৈঠকে কানাডার হাইকমিশনার বলেন, তার দেশ প্রধান উপদেষ্টা এবং অন্তর্র্বতী সরকারকে সমর্থন করতে প্রস্তুত। পাশাপাশি বাংলাদেশে সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করতে আগ্রহী কানাডা। তবে উত্তর আমেরিকার দেশ থেকে বাণিজ্য পছন্দ অব্যাহত রাখতে বাংলাদেশকে অবশ্যই কারখানায় শ্রমিক অধিকার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
এ সময় ড. ইউনূস হাইকমিশনারকে জানায়, তার সরকার আইএলও মানদণ্ডের সঙ্গে সমানভাবে শ্রম অধিকার বজায় রাখবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে