মন্তব্য
বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ সংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে। সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় আদেশটি বাতিল করা হয়।
মঙ্গলবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শেখ হাসিনা সরকার তাদের পতনের আগ মুহূর্তে এসে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এ প্রদত্ত ক্ষমতাবলে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরসহ এর অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে