ফাইনাল ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-১ গোল হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপে প্রধমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মিরাজুল ইসলাম। এদিকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের এ জয়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়েছে।
এবারের টুর্নামেন্টের আয়োজক নেপালের মাঠে শুরু থেকে আক্রমণাত্ম খেলে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধের পাওয়া অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ৪৬ মিনিটে প্রথম, ম্যাচের ৫৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মিরাজুল। ৭০তম মিনিটে তৃতীয় আঘাত হানে রাব্বি হোসেন রাহুল। এ গোলের পেছনেও অবদান রাখেন মিরাজুল ইসলাম। ৩ গোলে পিছিলে পড়া নেপাল ম্যাচের ৮১তম মিনিটে প্রথম গোলের দেখা পায়। কিন্তু ব্যবধান কমালেও লাভ হয়নি, অতিরিক্ত সময়ে ম্যাচের ৯৬তম মিনিটের আবারও বল গোলের জালে ঢুকায় বাংলাদেশ।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ১০ মিনিট ইনজুরির জন্য সময় দেওয়া হয়। এ সময়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠেছিল নেপাল। কিন্তু এ সময়ে উল্টো একটা গোল খেতে হয় নেপালকে। এভাবেই দুইবারের বিজয়ী নেপাল দলকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
বিডি২৪অনলাইন/এস/এমকে