বাংলাদেশে আসছে পাকিস্তান

২৮ মার্চ ২০২১

এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯। পাকিস্তান দলের প্রধান কোচ এ সফরকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন। 

তিনি বলেন, এ সফরকে গুরুত্ব দিচ্ছি আমরা। ওয়েস্ট ইন্ডিজে আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তার আগে বাংলাদেশের এই সফরটি বড় ভূমিকা রাখবে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলে থাকছে ৯ ব্যাটসম্যান, ২ উইকেটরক্ষক, ৪ স্পিনার ও ৫ জন পেসার নিয়ে সাজানো হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। 

 

এক নজরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল :

আব্বাস আলি, আবদুল ফাসিহ, আবদুল ওয়াহিদ, ফাহাদ মুনির, মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ শেহজাদ, কাশিম আকরাম, রিজওয়ান মেহমুদ, হাসিবুল্লাহ, রেজা উল মোস্তাফা, আলিয়ান মেহমুদ, আলি আসফান্দ, আরহাম নওয়াব, ফয়সাল আকরাম, আহমেদ খান, আসিম আলি, মুনিব ওয়াসিফ, তাহির হোসেন, জিশান জামির।


মন্তব্য
জেলার খবর