হজের খরচ যৌক্তিক পর্যায়ে আনতে কাজ করছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৪

হজের খরচ যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার জন্য কাজ শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। গত বছরের চেয়ে আসন্ন মৌসুমে হজ প্যাকেজের মূল্য কমানো সম্ভব বলেও মনে করে সরকার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে খরচ কমিয়ে আনার বিষয়টি সাংবাদিকদের  জানান পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা বলেন, হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখা যায়, কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে। তিনি বলেন, হজের খরচ যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। কত হতে পারে, কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়।

উপদেষ্টা এ প্রসঙ্গে আরও বলেন, বর্তমান প্যাকেজ অনেক বেশি, সেটি কমিয়ে আনা সম্ভব। সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

গত বছর হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজ ছিল পাঁচ লাখ ৭৯ হাজার টাকা। আর বেসরকারিভাবে সর্বনিম্ন প্যাকেজ ধরা হয় প্রায় পাঁচ লাখ ৯০ হাজার টাকা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর