ক্ষতিগ্রস্ত সড়ক ত্বরিত মেরামতের প্রচেষ্টা চালাচ্ছে এলজিইডি

নিজস্ব প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৪

বন্যাদুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ সারা দেশের সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত সড়ক ত্বরিত মেরামতের প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)

প্রাথমিক হিসাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার ৭২২ কিলোমিটার রাস্তা এবং হাজার ১০১টি ব্রিজ কালভার্ট। এর মধ্যে পর্যন্ত ৫১ কি.মি রাস্তা এবং ৯৬টি ব্রিজ কালভার্ট মেরামত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।  বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে এলজিইডি। বন্যাদুর্গত ১১টি জেলায় ইতোমধ্যে বিতরণ করা হয়েছে ৩৮ লাখ ৩৪ হাজার পানিশোধন ট্যাবলেট ও ২৩ হাজার ৯২৭টি জেরিকেন। ইউনিসেফের সহায়তায় চার হাজার ১৩৭টি হাইজিন কিট বিতরণ করা হয়েছে

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর