বন্যাদুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ সারা দেশের সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত সড়ক ত্বরিত মেরামতের প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
প্রাথমিক হিসাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হাজার ৭২২ কিলোমিটার রাস্তা এবং ১ হাজার ১০১টি ব্রিজ ও কালভার্ট। এর মধ্যে এ পর্যন্ত ৫১ কি.মি রাস্তা এবং ৯৬টি ব্রিজ ও কালভার্ট মেরামত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে এলজিইডি। বন্যাদুর্গত ১১টি জেলায় ইতোমধ্যে বিতরণ করা হয়েছে ৩৮ লাখ ৩৪ হাজার পানিশোধন ট্যাবলেট ও ২৩ হাজার ৯২৭টি জেরিকেন। ইউনিসেফের সহায়তায় চার হাজার ১৩৭টি হাইজিন কিট বিতরণ করা হয়েছে ।
বিডি২৪অনলাইন/এন/এমকে