দেশের দুর্নীতি ধরার জন্য নয়, কোন খাতে কী পরিমাণ দুর্নীতি হয়েছে তার পরিধি নির্ণয়ে কাজ করবে দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সাংবাদিকদের বিষয়টি জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তার আগে ঢাকার শেরেবাংলা নগরের জিইডির সম্মেলন কক্ষে বৈঠক করে এ কমিটি।
দেবপ্রিয় বলেন, দুর্নীতি ধরার কমিটি না এটা। তবে দুর্নীতি কেন হয়েছে সেটা জানানো হবে। কমিটি আর্থিক খাতের সংস্কারে সরকারের উদ্যোগকে সহযোগিতা করবে। ব্যাংক বা আর্থিক খাতের মূল্যায়ন করা হবে না, সেটার জন্য আলাদা ব্যাংকিং কমিশন করবে সরকার। বিদায়ী সরকার যা করেছে, তার পূর্ণাঙ্গ মূল্যায়ন করবে না এ কমিটি।
তিনি জানান, সুনির্দিষ্ট কোনো প্রকল্পের ব্যয় বা যৌক্তিকতা যাচাই করবে না এ কমিটি। কিন্ত মেগা প্রকল্পের নানা দিক খতিয়ে দেখা হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে