পঞ্চগড় সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছালেহা বেগম নামের এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকায় নিজ বাড়ির ঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
হত্যার কারণ কেউ বলতে না পারলেও স্থানীয়রা বলছে, ছালেহা বেগমের ছেলে রুস্তম আলী (৫০) তাকে খুন করেছে। ছালেহা বেগম ফুটকিপাড়া এলাকার মৃত হান্নান আলীর স্ত্রী।
স্থানীয়দের বরাতে হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, গত দুইদিন ধরে বৃদ্ধাকে এলাকায় দেখতে না পেয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের ঘরে গেলে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেন স্থানীয়রা।
তিনি আরও জানান, মা-ছেলে মিলেই তাদের পরিবার। তাদের বাড়িতে অন্য কেউ থাকে না। ওই বাড়িতে এলাকার লোকজনের যাতায়াতও কম।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, অন্তত দুই দিন আগে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি তার ছেলেই তাকে খুন করেছে। তবে খুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে